কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড

সরকারি কর্মচারীদের জন্য গৃহ ঋণ এর অনলাইনে আবেদন

হেল্প লাইন - ১৬৭০৭

কারা আবেদন করতে পারবেন

  1. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আওতাধীন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তর/কার্যালয়সমূহে শুধুমাত্র স্থায়ী পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত(বেসামরিক/সামরিক) কর্মকর্তা/কর্মচারী।
  2. ঋণ প্রাপ্তির সর্বোচ্চ বয়সসীমা ৫৮ বছর।
  3. আবেদনকারীর মাসিক বেতন-ভাতা Online/EFT পদ্ধতির আওতায় আসতে হবে।

কারা আবেদন করতে পারবেন না

  1. রাষ্ট্রায়ত্ত্ব ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানী, পৃথক বা বিশেষ আইনদ্বারা সৃষ্ট প্রতিষ্ঠানে নিযুক্ত কর্মচারীগণ এই ঋণ সুবিধার আওতাভুক্ত হবেন না।
  2. সরকারী চাকুরীতে চুক্তিভিত্তিক, খন্ডকালীন ও অস্থায়ীভিত্তিতে নিযুক্ত কোন কর্মচারী এই ঋণ পাওয়ার যোগ্য হবে না।
  3. কোন সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা রজু এবং দুর্নীতি মামলার ক্ষেত্রে চার্জশিট দাখিল হলে মামলার চূড়ান্ত নিস্পত্তি না হওয়া পর্যন্ত এ নীতিমালার আওতায় ঋণ গ্রহণের জন্য বিবেচিত হবেন না।

আবেদনকারীর জন্য দিক নির্দেশনা

  1. আবেদনকারীকে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ওয়েব সাইট হতে প্রাথমিকভাবে ট্র্যাকিং নম্বর সংগ্রহ করার জন্য অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
  2. অনলাইন আবেদন ফরম পূরণ করলে তাকে একটি অটো জেনারেটেড ট্র্যাকিং নম্বর প্রদান করা হবে যা ডাউনলোড করে প্রিন্টআউট নিতে হবে।
  3. অতঃপর আবেদনকারীকে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর শাখা হতে বা ওয়েব পেইজ থেকে বুকলেট (Booklet), প্রয়োজনীয় ফর্ম ও দলিলাদির তালিকা সংগ্রহ করতে হবে।
  4. পরিশেষে প্রাথমিক আবেদন পত্র (ট্র্যাকিং নম্বরসহ), বুকলেট (Booklet) (যথাযথভাবে পূরণ ও স্বাক্ষরকৃত), সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে ঋণের প্রাপ্যতা সংক্রান্ত প্রত্যয়ন (ফর্ম-১), বেতন-ভাতা EFT এর মাধ্যমে প্রেরণ সংক্রান্ত প্রত্যয়নপ্রত্র (ফর্ম-২) এবং দলিলাদির তালিকায় উল্লেখিত প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ আবেদনকারী যে শাখা বরাবর অনলাইনে আবেদন করেছেন সে শাখায় দাখিল করবেন।
  5. আবেদনকারী, কমিউনিটি ব্যাংকের যে শাখা হতে ঋণ গ্রহনে ইচ্ছুক উক্ত শাখায় তাঁর একটি হিসাব থাকতে হবে। উক্ত হিসাবের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মচারীর বেতন/ভাতা/পেনশন এবং গৃহ ঋণ বিতরণ ও আদায় সংক্রান্ত সমুদয় কার্যক্রম পরিচালিত হবে।
অনলাইন আবেদনের জন্য নিন্মোক্ত লিংকে ক্লিক করুন ।
Online Application Govt Loan Form
গৃহ ঋণ এর আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
# Name Links Note
গৃহঋণ আবেদন এর সাথে দাখিলতব্য প্রয়োজনীয় দলিলাদির তালিকা (Checklist) View Download [Right click to Download » Save Link As » Save]
গৃহঋণ প্রাপ্যতা সংক্রান্ত প্রত্যয়নপত্র (ফর্ম-১) View Download [Right click to Download » Save Link As » Save]
Online (EFT) ও বেতনবিল দাখিল সংক্রান্ত প্রত্যয়নপত্র (ফর্ম-২) View Download [Right click to Download » Save Link As » Save]
ঋণ আবেদন এর বুকলেট (BOOKLET) View Download [Right click to Download » Save Link As » Save]
বাড়ী (আবাসিক - একক) নির্মান এর জন্য ঋণ এর দলিলাদির তালিকা (Annexure-1) View Download [Right click to Download » Save Link As » Save]
জমি ক্রয় সহ বাড়ী (আবাসিক) নির্মাণ এর জন্য গ্রুপ ভিত্তিক ঋণ এর দলিলাদির তালিকা (Annexure-2) View Download [Right click to Download » Save Link As » Save]
জমিসহ তৈরি বাড়ী (আবাসিক - একক) ক্রয় এর জন্য ঋণ এর দলিলাদির তালিকা (Annexure-3) View Download [Right click to Download » Save Link As » Save]
ফ্ল্যাট ক্রয় (একক) এর জন্য ঋণ এর দলিলাদির তালিকা (Annexure-4) View Download [Right click to Download » Save Link As » Save]
জমি ক্রয় সহ বাড়ী (আবাসিক) নির্মাণ এর জন্য গ্রুপ ভিত্তিক ঋণ এর দলিলাদির তালিকা (Annexure-5) View Download [Right click to Download » Save Link As » Save]
১০ কর্মচারীর ব্যক্তিগত ও ব্যাংক হতে গৃহীত ঋণ সংক্রান্ত তথ্যাবলী (ফর্ম-৩) (চূড়ান্ত অনুমোদনের জন্য প্রযোজ্য) View Download [Right click to Download » Save Link As » Save]
১১ সরকারি কর্মচারীদের জন্য গৃহ ঋণ আবেদনের সার্কুলার View Download [Right click to Download » Save Link As » Save]

Copyright © 2024 Community Bank Bangladesh PLC. All rights reserved.